সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে গত ৫ আগস্ট ২০২৪ বিপ্লবের মাধ্যমে পতনের পর এবার সারাদেশের র ন্যায় সিলেটজুডে নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সব ধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র সব সময় সচেষ্ট আছে। আমাদের ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষট সবার। খুনী হাসিনা সব সময়ই হিন্দু সম্প্রদায়কে তাদের নিজস্ব রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। এবার এই মুক্ত বাংলাদেশে আমরা হিন্দু ভাইবোনদের সাথে তাদের আনন্দের ভাগাভাগি করতে চাই।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি নেতা এনাম উদ্দিন , আবদুল কুদ্দুস , কামাল হোসেন,তাজ উদ্দিন কুটি, গুলজার আহমদ রাহেল, আং বাছিত, দৌলা হোসেন সুবাস, আইনুল আবেদিন, নূর ঊদ্দিন প্রমুখ।
এর আগে তিনি বিয়ানীবাজার পৌর সভার সাবেক প্রশাসক মরহুম তোফাজ্জল হোসেন ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল মান্নানের করব জিয়ারত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এসময় তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সহমর্মিতা জানান।