• ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রজব, ১৪৪৬ হিজরি

ডা কা ত ও শ্রমিক লীগ নেতা গ্রে ফ তা র

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
ডা কা ত ও শ্রমিক লীগ নেতা গ্রে ফ তা র

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম ও ডাকাত সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে কুলাউড়া রেলস্টেশন ও বরমচাল ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কাইয়ুম ও সামছুলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে থানার ওসি মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল কুলাউড়া রেলস্টেশন এলাকা থেকে পলাতক আসামি আব্দুল কাইয়ুম ও বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর থেকে সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওসি গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের সাঁড়াশি অভিযানে তাদেরকে গ্রেপ্তারের পর সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন