• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

‘আমরা বারবার বৈষম্যের স্বীকার’

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
‘আমরা বারবার বৈষম্যের স্বীকার’

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  রবিবার (২৭ অক্টোবর) সকালে শহরস্থ দক্ষিণবাজার এলাকায় মিছিল ও সমাবেশের মাধ্যমে দিবস উদযাপন করা হয়।  উপজেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাসদের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনজুর আহমদ মঞ্জু।  বক্তব্যে তিনি জাসদের জন্ম থেকে স্বাধীনতা পরবর্তী ৫২ বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাসদের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন এবং সর্বশেষ ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন করলেও আমরা বারবার বৈষম্যের স্বীকার। স্বাধীনতা যুদ্ধ ও ৯০ এর স্বৈরাচার পতন, এই দুইবার জাতি ঐক্যবদ্ধ হয়েছিলো। কিন্তু আমরা সেই ঐক্য ধরে রাখতে পারিনি। ২০২৪ সালে এসে ছাত্রদের নেতৃত্বে আবারও জাতি ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু সেই ঐক্য বিনষ্ট করে আবারও জাতিকে ব্যর্থ করার চেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাসদের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে আহবান করতে চাই, ছাত্ররা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে সেই বৈষম্য অবসানে প্রয়োজনীয় সংস্কার এবং একটি কাঙ্খিত নির্বাচন আয়োজনের প্রস্তুতির লক্ষ্যে যেসমস্ত কাজ করা দরকার তা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করা ও বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোকে অগ্রাধিকার দিতে হবে।’ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য খন্দকার লুৎফুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জাসদ নেতা আব্দুল হান্নান, সোহাগ মিয়া, পৌর সভাপতি নিয়ামত খাঁন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, বাংলাদেশ যুবজোটের সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, চা শ্রমিক জোটের সভাপতি জ্ঞান শংকর গৌড়, সাধারণ সম্পাদক সুবাস নাইডুসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন