• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পালানোর সময় সীমান্তে আ ট ক শ্রীমঙ্গলের এক ইউপি সদস্য

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
পালানোর সময় সীমান্তে আ ট ক শ্রীমঙ্গলের এক ইউপি সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পিয়াস দাস (৩৪) নামে এক ইউপি সদস্য আটক হয়েছেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ আটক করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়। আটক পিয়াস সদর ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য।

 

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন।

 

শ্রীঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের রিকুইজিশন মূলে তাকে আটক করা হয়। গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়, যে মামলায় তিনি ১নম্বর আসামি।

সংবাদটি শেয়ার করুন