• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে চোরাই চিনি ও টাকা জ ব্দ, আটক ৪

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪
হবিগঞ্জে চোরাই চিনি ও টাকা জ ব্দ, আটক ৪

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের অভিযান চালিয়ে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এসময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় চার পাচারকারীকে। শুক্রবার মাঝরাত রাত ২টা থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

গোপনসূত্রে খবর পেয়ে প্রথমে মিরপুর বাজারে ব্যবসায়ি রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার বাসার নিচতলা ও দুতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা উদ্ধার করে। এছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়। পরে রহমত আলীর বাসায় অভিযান পরিচালনার সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। পাওয়া যায় বস্তা সেলাই ও টাকা গুণার মেশিন।

সেনাবাহিনী জানায়, চোরাকারবারীরা ভারতীয় চোরাই চিনি সেখানে মজুদ করত। এরপর সেখানে তারা চিনি ভারতীয় বস্তা থেকে বের করে দেশীয় কোম্পানী ‘ফ্রেস’র লোগো সম্বলিত বস্তায় ভরে সেটি সীলগাল করে দিত। পরে এগুলোকে ফ্রেস কোম্পানীর চিনি বলে বাজারে বিক্রি করে। সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে অনুষ্ঠানিক পরে জানানো হবে বলে জানানো হয়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুদ করে বাজারে বিক্রি করত। অভিযানের সময় চিনি, টাকা গুণার মেশিন ও বিপুল পরিমান টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন