• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাবেক ছাত্রদল নেতা কাজী মেরাজের বাড়ীতে পুলিশী তল্লাশী

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
সাবেক ছাত্রদল নেতা কাজী মেরাজের বাড়ীতে পুলিশী তল্লাশী

শান্তিগঞ্জ প্রতিনিধি : সাবেক ছাত্রদল নেতা কাজী মেরাজের বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল রবিবার (৩ নভেম্বর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামে এই তল্লাশী চালায় পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আছে বলে শান্তিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামের কাজী আফিল উদ্দিনের পুত্র সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য কাজী মেরাজ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। দেশে থাকতে তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। সম্প্রতি সিলেটের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে রবিবার রাতে পুলিশ তল্লাশী চালিয়েছে।  এ বিষয়ে কাজী মেরাজের বড় ভাই কাজী নজরুল ইসলাম জানান, আমার ভাই দেশের বাইরে থাকে। এরপরও হঠাৎ পুলিশের অভিযানের কথা শুনে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি একরাম হোসেন বলেন, কাজী মেরাজের বিরুদ্ধে সিলেটের একটি আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ পরোয়ানা তামিল করতে তল্লাশী চালিয়েছে।

সংবাদটি শেয়ার করুন