• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটের র‍‍্যাবের জালে আরেক ইউপি চেয়ারম্যান

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪
সিলেটের র‍‍্যাবের জালে আরেক ইউপি চেয়ারম্যান

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

 

কমলগঞ্জ থানায় সাংবাদিককে নির্যাতনের একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারের পর সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, বর্তমানে তিনি কমলগঞ্জ থানা হাজতে রয়েছেন। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।

 

এর আগে বিভিন্ন মামলায় তাঁর দুই ছেলেকেও আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন