• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতীয় খাসিয়ার গু লি তে যুবক নি হ ত : লা শ দাফন, হয়নি মামলা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
ভারতীয় খাসিয়ার গু লি তে যুবক নি হ ত : লা শ দাফন, হয়নি মামলা

সিলেটর জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে জমির আহমদের (২৩) লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাদ জোহর পারিবারিক কবরস্থানের লাশটি দাফন করা হয়। এর আগে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। তবে মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করেনি পরিবার।

বুধবার (৬ নভেম্বর) বিকালে অবৈধভাবে জৈন্তাপুর উপজেলার টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সে দেশের খাসিয়াদের গুলিতে মারা যান জমির আহমদ। তিনি জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকাল ৩টার দিকে জমির টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী ১২৮৬-১২৮৭ নং পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করতে গেলে খাসিয়ারা ছররা গুলি ছুঁড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ জৈন্তাপুর থানাপুলিশ গিয়ে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান সিলেটভিউ-কে জানান, আজ (বৃহস্পতিবার) বাদ জোহর লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন