• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শাল্লা বিভিন্ন উন্নয়নে বঞ্চিত হলেও, মামলা থেকে বিএনপি বঞ্চিত হয়নি

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলার আহ্বায়ক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমরা বাংলাদেশের রাজনীতিতে গনতন্ত্র ফিরিয়ে আনতে চাই। সারাদেশের ন্যায় শাল্লায়ও আপনারা আন্দোলন-সংগ্রামে অগ্রগন্য ভূমিকা রেখে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। জুলাই-আগষ্টের অভ্যুত্থান ছাত্র-জনতার সম্মিলিত অর্জন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ইলিয়াস আলী সহ ৬শতাধিক নেতা গুম হয়েছেন এবং ১লক্ষ ৮০ হাজার মামলায় লাখ লাখ নেতাকর্মী কারাবন্দী। গনতন্ত্র ও দেশকে রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এবং যারা এখনও অসুস্থ তাদের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা রইলো। সুনামগঞ্জ জেলার মধ্যে শাল্লা একটি দূর্গম উপজেলা। তবে শাল্লা বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত হলেও মামলা থেকে বিএনপির নেতাকর্মী বঞ্চিত হয় নাই।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শাল্লা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন আরো বলেন, আপনাদের শাল্লায় অনেক আগে কমিটি ছিল। এখন আমরা নতুন করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি করতে চাই। কোন পদবী না থাকা সত্ত্বেও যারা সংগ্রাম-আন্দোলন করে বিপর্যস্ত হয়েছেন তাদেরকেই মূল্যায়ন করে কমিটি করা হবে। আমরা আহ্বায়ক ও দুই জন যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করতে চাই। যে ব্যক্তি এখন আহ্বায়ক হবেন তিনি পরবর্তীতে সভাপতি প্রার্থী হতে পারবেন না। তবে শাল্লায় বিএনপির এতো গভীরতা দেখে আমি অত্যন্ত আনন্দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে যদি আগামীদিনের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

কর্মীসভা সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ফারুক আহমদ, রেজাউল হক, আনসার উদ্দিন, আকবর আলী, নাদের আহমদ প্রমুখ।

শাল্লা বিএনপির আহ্বয়াক কমিটি গঠন নিয়ে প্রধান অতিথি ও সভার সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের অনুমতিক্রমে চার ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পরামর্শ চেয়ে বক্তব্য শুনেন, আটগাঁও ইউনিয়নের আতিক মাষ্টার ও শান্তু মিয়ার। হবিবপুর ইউনিয়নের আম্বর আলী, মুছা মিয়া ও ডা: ওসমান গনির। বাহাড়া ইউনিয়নের নিত্যানন্দ দাস, সুন্দর কুমার বৈষ্ণব ও সিরাজ মিয়ার। শাল্লা ইউনিয়নের সাবুল মিয়া ও শেখ আতাউর রহমানের।

কর্মীসভায় উপস্থিত ছিলেন শাল্লা ও দিরাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন