• ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

শাবিতে আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
শাবিতে আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সওদ বিন আম্বিয়াসহ বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রক্টর ও শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা।

 

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরকে সুস্থ, সক্রিয় ও ফুরফুরে রাখে।’ এছাড়া খেলাধুলার ফলে নিজেদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জন হয়।

 

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘নিয়ম শৃঙ্খলা মেনে খেলার চেষ্টা করবে। এখানে ভালো পারফর্মেন্স করে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম কুড়িয়ে আনবে সেই প্রত্যাশা।

 

উদ্বোধনী পর্বে মুখোমুখি হচ্ছে ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ) ও ইন্ডাস্ট্রিয়াল ও প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ।

সংবাদটি শেয়ার করুন