ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিলটি জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
এতে বিএনপির জেলা, মহানগর ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা “দিল্লি না ঢাকা” ঢাকা, ঢাকা বলে স্লোগান দেন।
নেতাকর্মীরা জানান, প্রয়োজনে রাজপথে ছাত্রজনতা আবারও রক্ত ঝড়াবে, তবুও কারো কাছে নতজানু হয়ে থাকবেনা বাংলাদেশ।
সোমবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র হিন্দু। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করে বিৃবতি দিয়েছে। অন্যদিকে, আগরতলার হাইকমিশনে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ।
এ ঘটনার পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার।