সিলেটে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় চোরাই চিনি ও মাদক জব্দ করা হয়েছে। রবিবার ও সোমবার শাহপরাণ এবং কোতোয়ালি থানা পুলিশ এসব মালামাল জব্দ করে।
সিলেট মহানগরের শাহপরাণ (রহ) থানা এলাকা থেকে ট্রাকভর্তি ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করা হয়।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাহপরাণ (রহ) থানা এলাকার সুরমা গেইটের বাইপাস পয়েন্ট থেকে এসব চিনি জব্দ করে শাহপরাণ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাহপরাণ (রহ) থানাধীন সুরমা গেইট এলাকা থেকে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে আসা ৪৩১ বস্তা ভারতীয় অবৈধ চিনি ও চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয। এসময় চোরাচালানের সাথে জড়িত দুই যুবককে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট থানার ফতেহপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সাহিদ আহমদ (২৬) ও সিলেটের জৈন্তাপুর থানার বাঘেরখাল এলাকার সাধ উল্লাহর ছেলে ইমন আহমদ (১৮)।
জব্দ করা চিনির অনুমান মূল্য ২৫ লক্ষ ৩৪ হাজার ২৮০ টাকা বলে জানায় পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ) থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সোমবার (৯ ডিসেম্বর) ভোরে বন্দরবাজার পয়েন্ট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমর সূত্রধর (৩৫) নামে এক যুবককে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আটক সমর সূত্রধর (৩৫) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কাদিপুর এলাকার বারিন্দ্র সূত্রধরের ছেলে।
আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।