• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আ. লীগ-ছাত্রলীগের ৪ জন গ্রে ফ তা র

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪
আ. লীগ-ছাত্রলীগের ৪ জন গ্রে ফ তা র

সিলেট বিভাগের আরও এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১৫ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক গ্রেফতকরা হয়। এছাড়া কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নূর মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব মো. আব্দুল মুনিম সোহেল ও কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদকেও গ্রেফতার করে পুলিশ।

 

 

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন