• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পীরেরবাজার থেকে জব্দ বিপুল চিনি, আ ট ক ৩

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪
পীরেরবাজার থেকে জব্দ বিপুল চিনি, আ ট ক ৩

সিলেট মহানেগরের শাহপরাণ (রহ) থানা এলাকা থেকে বিপুল পরিমাণ চিনি সহ একটি চোরাচালান কাজে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজার এলাকা থেকে এসব চিনি জব্দ করে শাহপরাণ থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।

 

 

জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা ও কাভার্ড ভ্যানের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

 

 

আটককৃতরা হলেন, জামালপুর জেলার মেলান্দহ থানার মৃত খয়রাতুল জামানের ছেলে মো. মোনতাজ আলী (৪০), রাজশাহী জেলার কাটাখালি থানার আব্দুল হোসেন বিসুর ছেলে মো. রায়হান (৩৫) ও রাজশাহী জেলার কাটাখালি থানার বুদ্দু মিয়ার ছেলে মো. রাজ আলী (১৮)

 

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ চিনি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন