স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, শাল্লা উপজেলা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, দাড়াইন শিল্পীগোষ্ঠী, সাবরেজিস্টার অফিস ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শাহীদ আলী স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এসময় দাঁড়িয়ে সবাই জাতীয় সংগীতে কন্ঠ দেন। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দকে রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের মেলা পরিদর্শন শেষে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে সব ধর্মের উপাসনালয়ে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার কথা বলা হয়েছে। পরবর্তীতে দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ খাবারের পরিবেশনের কথা উল্লেখ করা হয়। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নানান কর্মসূচি পালনের মধ্য দিয়ে সমাপ্ত হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা ওয়ালী আশরাফ সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদসগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সহ নানান শ্রেণী পেশার মানুষ।