• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে এমএ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪
শান্তিগঞ্জে এমএ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনায় এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর বাস্তবায়নে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর সার্বিক সহযোগিতায় ২৭ তম এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ ইং এর পরীক্ষায় উত্তীর্ণ জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার ৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ করেন।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন রায় এর সভাপতিত্বে ও শিক্ষার্থী সানজানা আফরিন সামা ও তাহসিন এর যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসন এর সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

বক্তব্য রাখেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ শিক্ষক নিহার রঞ্জন দাস, উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজনসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন