
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক মাসুদ আলীকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠলতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ আলী সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন। তিনি সিলেট থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সিলেটটুডের অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
জানা যায়, ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে সুপ্রভাত সিলেটের সম্পাদক দুলাল আহমদ ও সিলেটটুডের অপরাধ বিষয়ক প্রতিবেদক মাসুদ আলী-কে আসামি করে সিলেট মহানগরের জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া এ মামলায় দুলাল আহমদ-কে ১ নম্বর আসামি ও মাসুদ আলী-কে ২ নম্বর আসামি করা হয়।
সাংবাদিক মাসুদ আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম। মঙ্গলবার দুপুরে ওসি বলেন, মাসুদ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ আলীকে সিলেট জালালাবাদ থানায় হস্তান্তর করা হবে। এছাড়া এ মামলার অপর আসামি দুলাল আহমদের বিরুদ্ধেও আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।