
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি বাজার এলাকার রেলক্রসিং থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মুত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭ টার দিকে শিববাড়ি বাজারসংলগ্ন রেললাইনে খণ্ডিত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি তারা রেলক্রসিংয়ের গেটকিপারকে জানান। গেটকিপার রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৩০ বছরের কাছাকাছি। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।