গোলাপগঞ্জে গুরুত্বপূর্ণ বাজারের রাস্তা ও ফুটপাতে অবৈধ স্থাপনা, যত্রতত্র ভাবে যানবাহন পার্কিং, অস্থায়ী দোকান স্থাপনে যানজট এবং জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল মাহমুদ ফুয়াদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ট্রাফিক ইন্সপেক্টার ইকবাল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক হারিছ আলী, সাপ্তাহিক সকালের দিগন্ত’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই এসএম রোজেল মিয়া, মো. রিয়াজুল ইসলাম, আব্দুস সামাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মাখন মিয়া, সম্পাদক জাহেদ আহমদ, আইন উদ্দিন, মনসুর আহমদ, কামাল আহমদ শাহিন আহমদ, মোশারফ আহমদ, আব্দুল করিম, আলম আহমদ, কামরান আহমদ, সাম হোসেন, আমির হোসেন, হিলাল আহমদ, রায়হান আহমদ, মুর্শেদ আহমদ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল পরে বলেন, উপজেলার পৌর শহরের চৌমূহনীসহ গোটা উপজেলায় যানজটমুক্ত, অবৈধ স্থানা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী রোববার থেকে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারের যানজট নিরসনের জন্য হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলা সদর, ঢাকাদক্ষিণ ও ভাদেশ্বর এলাকা পরিদর্শন করবেন এবং সব সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন তিনি।