স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লায় ১নং আটগাঁও ইউনিয়নের কালিয়াকোটা হাওর উপ-প্রকল্পের আওতায় নীতিমালা লঙ্ঘন করে ৯০ ও ৯১ নাম্বার পিআইসির অনুমোদিত কমিটির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে রাহুতলা গ্রামবাসীর সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে আটগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শান্তু মিয়া, গণ্যমান্য ব্যক্তি ইউনুছ মিয়া সহ অন্যান্য বক্তারা বলেন- উপজেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়ন কমিটি একই গ্রামের সাইকুল মিয়া ৯০নং ও আবুল কাশেম কে ৯১নং পিআইসির কমিটি অনুমোদন করেন। অথচ পিআইসি নীতিমালা অনুযায়ী বাঁধের পাশে যাদের জমি আছে তাদেরকে কমিটি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। যাদের দেওয়া হয়েছে তাদের জমি বাঁধের ২ কিলোমিটারের মধ্যে নাই৷ আমরা চাই আমাদের অভিযোগ ও মানববন্ধনের প্রেক্ষিতে দায়িত্বশীল ব্যক্তিরা সরেজমিনে তদন্ত করে যাদের বাঁধের পাশে জমি তাদেরকে পিআইসি দেওয়া হোক। আমরা প্রথমে পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত করেছি, আজ মানবন্ধন কর্মসূচিও পালন করছি। যদি শাল্লার ইউএনও স্যার ও এসও স্যার কর্ণপাত না করে, প্রয়োজনে আমরা জেলা প্রশাসক স্যার এর নিকট শরনাপন্ন হব।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবো কমিটির সভাপতি এস এম তারেক সুলতানকে মুঠোফোনে কল দিলে তিনি ফোন কেটে দেন বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা মোঃ রিপন মাহমুদ বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব।