ছাতক প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রবাসী অনলাইন এক্টিভিস্টের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ছাতক উপজেলার বনগাও গ্রামের নুরু হকের পুত্র যুক্তরাজ্য প্রবাসী অনলাইন এক্টিভিস্ট আবু তালহার বাড়ীতে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন তালহার পরিবার।
জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাতক লঞ্চঘাট থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আহবায়ক কলিম উদ্দিন আহমল মিলনের অনুসারী ছাতক উপজেলা ছাত্রদল নেতা কাওসার আহমেদ সেবুল ও শহীদুর রহমান রাহেলকে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ছাতক ইউনিট। এ নিয়ে গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সোসাল মিডিয়া ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান ছাতক উপজেলার বনগাঁও গ্রামের নুরু হকের পুত্র অনলাইন এক্টিভিস্ট লন্ডন প্রবাসী আবু তালহা। এতে বনগাঁও গ্রামের কলিম উদ্দিন মিলনের অনুসারী বিএনপি নেতা হেলাল উদ্দিন ও তার অনুসারীরা চরম ক্ষিপ্ত হন। তারা সন্ধ্যা ৮টার দিকে দলবলে দেশীয় লাটিসোটা নিয়ে আবু তালহার বাড়িতে গিয়ে হামলা চালান। তার পরিবারের আর্তচিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। তবে তারা যাওয়ার সময় আবু তালহার পিতা নুরু হককে এই বলে শাসিয়ে যায় যে, ভবিষ্যতে যদি বিএনপির বিরুদ্ধে আর কখনো এভাবে লেখালেখি করে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।
এ ব্যাপারে আবু তালহার পিতা নুরু হক বলেন, আমরা জানতামনা ফেইসবুকে কি ঘটেছে আমরা ফেইসবুক ব্যবহার করিনা। হঠাৎ আমার বাড়িতে হেলাল তার অনুসারীদের নিয়ে আক্রমণ করলে জানতে পারি আমার ছেলে নাকি তাদের দল আর নেতার বিরুদ্ধে লিখেছে। এখন আমি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্ধিগ্ন রয়েছি। আমি এ ব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ায় আমার অভিযোগ তারা গ্রহণ করেনি।
উল্লেখ্য আবু তালহা বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে আনলাইন সহ লন্ডনে মানবাধিকারের ব্যানারে স্বোচ্চার ভূমিকা রেখেছিলেন। তিনি বর্তমানেও দেশের বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। দেশে থাকতে আবু তালহা জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।