• ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে বিপিএর টিকিটের যে অবস্থা

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
সিলেটে বিপিএর টিকিটের যে অবস্থা

সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে সোমবার (৬ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর

সিলেটে পর্ব। বিপিএলকে কেন্দ্র করে সিলেটে ক্রিকেট প্রেমীদের মধ্যে চলছে উন্মাদনা। ঢাকা পর্বে কাউন্টারে বিপিএলের টিকিট না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন টিকিট প্রত্যাশীরা। সিলেট পর্বে প্রতিবার টিকিট কালোবাজারি, টিকিট না পাওয়া সহ দর্শকদের নানা অভিযোগ থাকলেও এবার দেখাগেছে ভিন্ন চিত্র। কাউন্টারগুলোতে দর্শকরা টিকিট পাচ্ছেন কোন ভোগান্তি ছাড়াই।

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলছে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

রবিবার (৫ জানুয়ারি) সকাল সরেজমিনে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, বিপিএলের টিকিটের জন্য দর্শকদের লাইন রয়েছে। দর্শকার জানান, টিকিট কিনতে এখন পর্যন্ত কোন ভোগান্তিতে পড়তে হয়নি তাদের। কাউন্টারে তেমন ভিড় নেই। টিকেটের মূল্যও ঠিক আছে। প্রতিবার কালোবাজারিদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে টিকিট কাটতে হয়। তবে এবার দেখি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট এন্ড সিটিং কমিটির সদস্য সাব্বির আহমেদ জানান, ঢাকা পর্বে টিকিট নিয়ে যে সমস্যা হয়েছে তা সিলেটে যাতে না হয় সেজন্য আমরা তৎপর রয়েছি। একজন টিকিট প্রত্যাশীকে একটির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন দর্শকরা। সিলেটে পর্বে ভরা গ্যালারিতে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের আসরটি হবে বলে মনে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন