বাংলাদেশ পুলিশের সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা ২৪ কর্মকর্তা বদলি হয়েছেন সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায়। এরমধ্যে ৬ জনকে সিলেটে অদল-বদল করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ প্রদান করা হয়।
সিলেটে অদল-বদল হওয়া ৬ কর্মকর্তা হলেন, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার রাজীব কুমার দেবকে একই ইউনিটে উপ-কমিশনার, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমরা রায়কে এসপি পদমর্যাদা দিয়ে খুলনা মেট্রোপলিট পুলিশের (কেএমপি) উপ-কমিশনার, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার, ঢাকা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব ফারহানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার এবং সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেনকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার পদায়ন ও বদলি করা হয়েছে।