• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

তেল-গ্যাস আন্দোলনসহ সিলেটৈর বিভিন্ন ন্যায়সঙ্গত দাবী দাওয়া আদায়ের আন্দোলনের বলিষ্ট কন্ঠস্বর ল্যান্স নায়েক (অব.) বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া কমান্ডার এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা তোতা মিয়া গত বছর ১৬ জানুয়ারী ইন্তেকাল করেন।

 

এদিকে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য অনুষ্ঠিতএক শোকসভায় বক্তারা বলেছেন, তোতা মিয়া ছিলেন আজীবন সংগ্রামী এক দেশপ্রেমিক মানুষ। জীবনভর মানুষের সুখে-দু:খে কাজ করে গেছেন। সরকার তাঁর স্মৃতি রক্ষায় একটি সড়ক নামকরণের উদ্যোগ নিয়েছিলো। সেটি বাস্তুবায়ন করে উপজেলা প্রশাসন তাঁর স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাবে-এটিই সবার প্রত্যাশা।

বুধবার( ১৫জানুয়ারী)বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘা গোলাপনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন তোতামিয়ার সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা উস্তারআলী। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক জৈন্তাবার্তা’র নির্বাহীসম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থ লেখক মো. ফয়ছলআলম। প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী ছানুমিয়ার উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুর রউফ,আলাউদ্দিন, লালমিয়া, জামালউদ্দিন, হাফিজউদ্দিন,বশিরউদ্দিন, জুনেদ আহমদ, আবুল ফয়েজ,বুরহান উদ্দিন, আমির উদ্দিন,মুসলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়াসহ মুর্দেগানদের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন পরগনা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।

উল্লেখ্য, গত বছর(২০২৪) ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে সিলেট শহরের টিলাগড় বাসায় তিনি মারাযান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বীর মুক্তিযোদ্ধা তোতামিয়া উপজেলার ১নং বাঘা ইউনিয়নের বাঘা পরগণাবাজার উত্তরগাঁও বড়বাড়ি গ্রামের হাজি নছির উদ্দিনের পুত্র।

 

বীর মুক্তিযোদ্ধা ল্যান্সনায়েক (অব.) তোতামিয়া মুক্তিযুদ্ধকালীন সময় ৪ ও ৫ নং সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করেন দুঃসাহসিক এ বীর যোদ্ধা । তিনি অনেক সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শেষে বাড়ীতেএসে গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধাদের পুনরায় সুসংগঠিত করেন।

তিনি মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার হিসেবে ১৯৮৬ থেকে ২০০১ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৫ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তী পর্যায়ে তিনিসিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন