• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাদকসহ একজনকে ধরলো র‌্যাব-৯

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
মাদকসহ একজনকে ধরলো র‌্যাব-৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৩৪ বোতল বিদেশী মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ মো. নাঈম মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

 

 

আটক নাঈম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মো. শাহীন মিয়ার ছেলে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন