সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় জাহান মিয়া নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
জাহান যুবলীগকর্মী উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের মৃত এবারত উল্লার ছেলে। তিনি ইউনিয়ন যুবক কমিটির সাবেক সদস্য।
বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ওই রাতে পুলিশের পৃথক অভিযানে মিরপুর ইউনিয়নের হাসানফাতেমাপুর গ্রাম থেকে চোর সিন্ডিকেটের সদস্য সমসের আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মনোফর আলীর ছেলে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে আরো তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।