‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘তারুণ্যের উৎসব-২০২৫’’ উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বিভাগীয় ক্রীড়া সংস্থা,
সিলেট এর সহযোগিতায় এবং সিলেট বিভাগের চারটি জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) অ্যাথলেটদের (পুরুষ ও মহিলা) অংশগ্রহণে ‘তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা (সিলেট বিভাগীয় পর্যায়)’ এর শুভ উদ্বোধন ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রারম্ভেই জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী শহিদদের রুহের মাগফেরাত কামনায় এবং আহত ছাত্র-জনতার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন সিলেট সরকারি অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আফতাব হোসেন চৌধুরী। জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন পতাকা ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন পতাকা উত্তোলনের মাধ্যমে অসীম আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘‘তারুণ্যের উৎসব-২০২৫’’ এবং ‘‘তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা (সিলেট বিভাগীয় পর্যায়)’’ এর তাৎপর্য তুলে ধরে আদর্শ নৈতিক আচরণের মাধ্যমে নিজেকে বদলিয়ে নবরূপে তারুণ্যের গতিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উৎসাহ-উদ্দীপনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক খান মোঃ রেজা-উন-নবী।
উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. নাঈম আশফাক চৌধুরী এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এম ডি কিতাব আলী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট গোলাম আম্বিয়া, ইভেন্ট বিচারকবৃন্দ, স্কাউটবৃন্দ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। উক্ত প্রতিযোগিতায় চারজেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) দেড় শতাধিক অ্যাথলেট (পুরুষ ও মহিলা) অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় পয়েন্টের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা অ্যাথলেটিকস দল চ্যাম্পিয়ন এবং সিলেট জেলা অ্যাথলেটিকস দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।