• ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুলাউড়া প্রেসক্লাবে প্রয়াত ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হান্নানের স্মরণসভা সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫
কুলাউড়া প্রেসক্লাবে প্রয়াত ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হান্নানের স্মরণসভা সম্পন্ন

মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও কুলাউড়া সরকারি কলেজের প্রয়াত ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মো. আব্দুল হান্নানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী এমাদুল মান্নান চৌধুরী তারহাম ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, প্রেসক্লাবের সদস্য আতিকুর রহমান আখ‌ই ও আশরাফুল ইসলাম খান হিরো, প্রয়াত আব্দুল হান্নানের ভাই আব্দুল মন্নান ও ছেলে আবির হান্নান।

এ সময় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রয়াত আব্দুল হান্নানের পরিবারের কাছে তার শোকলিপি প্রদান করা হয়।

সভাশেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন