৫০ হাজারের চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মাধবপুর পৌরসভা বাতিল হতে পারে।
কমিশন মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে । এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুত সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন হলে মাধবপুর পৌরসভা বাতিল হতে পারে।
জানা গেছে, মাধবপুর পৌরসভা মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯ শত ৮৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১ শ ৭, আর নারী ভোটার ৭ হাজার ৮ শত ৮০ জন। ২০১১ সালের আদমশুমারী অনুসারে মাধবপুর পৌরসভার লোক সংখ্যা ২১,৯৩০ জন; যাদের ১১,১০৬ জন পুরুষ এবং ১০,৮২৪ জন মহিলা।