
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার জৈনপুর গ্রামের সরাফত আলীর পুত্র সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম শিপলুর বাড়ীতে এই তল্লাশী চালানো হয়। এসময় পুলিশ কর্তৃক তার বাসার আসবাবপত্র তছনছের অভিযোগ উঠছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা থানার জৈনপুর গ্রামের সরাফত আলীর পুত্র সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম শিপলু কয়েক বছর থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে সে ছাত্রদল ও বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। প্রবাসে গিয়েও সে বিএনপির রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি বিগত সময়ে সে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় তার বাড়ীতে হুমকী-ধামকীর ঘটনা ঘটেছে। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত একটি ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামী করা হয়েছে। এই মামলার কারণে পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বলেন, আমিনুল ইসলাম শিপলুকে ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনার একটি মামলায় আসামী করা হয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছিল। তবে পুলিশ খবর পেয়েছে সে নাকি প্রবাসে অবস্থান করছে। আমরা আদালতে সেই তথ্য উপস্থাপন করবো। পুলিশ কর্তৃক বাসার আসবাবপত্র তছনছের অভিযোগটি সত্য নয় বলে জানান ওসি।