• ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে প্রায় দেড় কোটি টাকার চো*রা*ই মালামাল জ ব্দ

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে প্রায় দেড় কোটি টাকার চো*রা*ই মালামাল জ ব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ও রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এসব অভিযান চালায়।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়- ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি’র জোয়ানরা শনিবার রাতে ও রোববার সকালে ভারত থেকে চোরাই পথে আসা কাপড়, ওষুধ, মহিষ, বডি স্প্রে, ক্রিম, চিনি, চকলেট, কমলা, ফুচকা, অলিভ অয়েল ও বিড়ি জব্দ করে।

এছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে বিজিবি।

জব্দকৃত চোরাই পণ্য ও পশুর বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান- সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন