• ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

জালালপুরে প্রবাসী সাবেক ছাত্রদল নেতা সোহাগের বাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫
জালালপুরে প্রবাসী সাবেক ছাত্রদল নেতা সোহাগের বাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ সুরমা :::
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্দুল বাছিত সোহাগের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা সোহাগের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এমন অভিযোগ করেছেন সোহাগের পিতা মোহাম্মদ আকদ্দছ আলী। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীণতায় ভোগছে সোহাগের পরিবার।
জানা যায়, দেশে থাকা অবস্থায় মোহাম্মদ আব্দুল বাছিত সোহাগ জাতীয়তাবাদী ছাত্রদল জালালপুর ইউনিয়ন শাখার অন্যতম নেতা ছিলেন। যুক্তরাজ্য পাড়ি দেয়ার পর তিনি সেখানেও বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের নর্থইস্ট বিএনপির সদস্য। এছাড়া সোহাগ অন্যতম মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এর সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মানবাধিকার কর্মী হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি লেখালেখি করছেন। যেকারনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার উপর ক্ষেপে যান। তারা সোহাগকে নানাভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এমনকি গতকাল রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সোহাগের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছেন বলে তার পিতা আকদ্দছ আলী অভিযোগ করেছেন। এসময় সোহাগের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে তাদের জীবন চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এছাড়া সোহাগের পিতা আকদ্দছ আলী আরো অভিযোগ করেছেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সোহাগের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ ও যৌথ বাহিণীর লোকজন প্রায়ই সোহাগের খোঁজে তাদের বাড়িতে যায়। যেকারনে উভয় ক্ষেত্রে চরম বিপদ ও আতঙ্কে রয়েছে সোহাগের পরিবার।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সভাপতি আখতার হোসেন বলেন, যতটুকু জানতে পেরেছি সোহাগ নামের একজন লোক বিদেশে বসে দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন। এ বিষয়টির হয়তো প্রতিবাদ জানিয়েছে আমাদের নেতাকর্মীরা। এর বাইরে কোন মন্তব্য করতে রাজী হননি তিনি।

সংবাদটি শেয়ার করুন