• ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : গ্রেফতার আরো ৩৬-আওয়ামীলীগ নেতা কর্মীর বাড়িতে অভিযান -ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : গ্রেফতার আরো ৩৬-আওয়ামীলীগ নেতা কর্মীর বাড়িতে অভিযান -ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট

স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে সিলেটে অব্যাহত রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘন্টায় এই অপারেশনে সিলেটে বিভাগের আরো ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় সোমবার বিভাগে গ্রেফতার হয়েছিলেন ৬১ জন। এর আগে রোববার গ্রেফতার হন ২২ জন। এ নিয়ে সিলেটে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক অভিযানের ৪ দিনেও সিলেটে কোন অবৈধ অস্ত্র ও অস্ত্রধারী গ্রেফতার হয়নি। এদিকে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের বাসা বাড়িতে অপারেশন ডেভিল হান্ট যৌথবাহিনী অভিযান ও তল্লাশি অব্যাহত রেখেছে। পাশাপাশি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের ধূসরদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে । সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব আহমেদ খানের ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান এর বাসায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তল্লাশি চালায় এবং পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখায়। এদিকে গতকাল রাত সিলেট মহানগর আওয়ামীলীগের ‌৬নং ওয়ার্ডের সহ সভাপতি শেখ শফিকুর রহমান এর বাসায় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা হামলা চালায় তাকে না পেয়ে তার বাসায় লুটপাট ও ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের বলে আসে শেখ শফিকুর রহমানকে এনে দিতে এ কথা বলে চলে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট মহানগর এলাকায় আরো ৬ জনকে আটক করা হয়েছে। এই সময়ে সিলেট জেলায় ৬, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ১৭ জন রয়েছেন।

জানা গেছে, আগের দিন মঙ্গলবার সিলেট নগরে ১০ জন, সিলেট ৩, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজার জেলায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার এরমধ্যে সিলেট মহানগর এলাকায় ৬, সুনামগঞ্জ জেলায় ৬ জন, মৌলভীবাজার জেলায় ৭ জন ও হবিগঞ্জ জেলার ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট নগর এলাকায় আটক ৬ জন হলেন- দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কুতুব মিয়া (৪৮), মহানগর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু (৬১), ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একরাম সরকার রিপন (৪০), ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি (২৩), শাহপরান থানার পীরের চক এলাকার বাসন্দিা আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ (৫০) ও মহানগর ছাত্রলীগ নেতা সাব্বির খান (৩১)।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জালালাবাদকে বলেন, এখন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মহানগর এলাকায় মোট ২০ জনকে পুলিশ আটক করেছে। নতুন আটক হয়েছেন আরো ৬ জন। ডেভিলদের গ্রেফতারে যৌথবাহিনীর সাথে সমন্বয় করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন