
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকসসহ একটি কার্ভাড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় মিঠু দাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিঠু সুনামগঞ্জের দোয়ারাবাজর থানার মান্নারগাঁও এলাকার বিনু বুসন দাসের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া এলাকায় মুসলিম হাইস্কুলের পাশে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাসী চালিয়ে ৮ লাখ ৭৮ হাজার ৪শ টাকার ভারতীয় চোরাই কসমেটিকস জব্দ করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় মেহেদী নেহা ২টি কার্টুন (প্রতি কার্টুনে ৬০ বক্স), মোট ১৪৪০ পিস মেহেদী, মূল্য আনুমানিক ২১ হাজার ৬শ টাকা, ভারতীয় মেহেদী কাভেরি ৩০টি কার্টুন, মোট ২১৬০০ পিস মেহেদী, মূল্য আনুমানিক ৩ লাখ ২৪ হাজার টাকা, স্কিন শাইন ক্রিম ৪টি কার্টুন, মোট ২১৬০ পিস ভারতীয় ক্রিম, মূল্য আনুমানিক ৩ লাখ ৮৮ হাজার ৮শ এবং ভারতীয় ব্লেড জিলেট ৮টি কার্টুন, মোট ৯৬০০টি ব্লেট, মূল্য আনুমানিক ১ লাখ ৪৪ হাজার টাকা।
এসএমপির ফেসবুক পেইজের এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।