• ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে পুলিশের কাছ থেকে আ.লীগ সভাপতিকে ছিনতাই

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১১, ২০২৫
মৌলভীবাজারে পুলিশের কাছ থেকে আ.লীগ সভাপতিকে ছিনতাই

মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

 

সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৭টায় খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে আটক করে পুলিশ। এসময় তাকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চান। তখন স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ছিনিয়ে নিয়ে যান। সে সময় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস।

 

এই ঘটনায় সোমবার সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে ছিনতাই করে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটকরা হলেন সুমন, পলাশ, শাহাব আলী ও ছায়েদ।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব বলেন, আটকদের পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন