
সিলেটে দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ঢাকা থেকে এক জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা।
গ্রেফতারকৃত হাসান আহমেদ (২৮), সুনামগঞ্জের ছাতক থানার মৃত নূর উদ্দিনের চেলে। সে বর্তমানে বাগবাড়ী এলাকার বাজনামহল এলাকায় থাকতো।
র্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সুনামগঞ্জ টিম এবং র্যাব-১ উত্তরা টিম ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি সিলেটের কোতয়ালী মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।