• ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের সাবেক এমপিসহ ২শ জনের বিরুদ্ধে মা ম লা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫
হবিগঞ্জের সাবেক এমপিসহ ২শ জনের বিরুদ্ধে মা ম লা

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়রসহ ২০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

 

বৃহস্পতিবার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের তাউছ মিয়ার ছেলে ইমরান মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। মামলায় মোট ৪০ জনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্যতম আসামিরা হলেন- সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।

 

মামলার অভিযোগে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। দুপুরে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের এলাকায় পৌঁছলে শান্তিপূর্ণ মিছিলে জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি আবু জাহিরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মামলার বাদী ইমরান মিয়া। পরে তিনি এ মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন