
প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, এই স্বৈরাচারী হাসিনা সাড়ে পনের বছর বিএনপিকে নিষ্পেষিত করেছে, আল্লাহতায়ালা এর প্রতিদান আর কয়েকমাস পর বিএনপিকে সরকার গঠনের মাধ্যমে দিবেন। ইনশা আল্লাহ, আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ আসন পেয়ে সরকার গঠন করবে।
তিনি বলেন, দেশে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেনায় জেলার প্রত্যেকটা ওয়ার্ড ও ইউনিয়ন, পৌর, উপজেলা এবং জেলা লেভেলে সম্মেলনের মাধ্যমে সারা জেলায় নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ায় মৌলভীবাজার সদর উপজেলা ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের পছন্দ অনুযায়ী নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। বাকিগুলো গঠনের প্রক্রিয়া চলছে। আগামী নির্বাচনে বিএনপির এসব কমিটির নেতৃবৃন্দরা প্রতিটি ভোট সেন্টারের দেখভাল করবেন।
তিনি শনিবার (১৫ মার্চ) সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সম্মেলনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একাটুনা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম ইমানির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুজিবুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম,বকসী মিছবাউর রহমান,মুজিবুর রহমান মজনু ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ আয়াছ আহমদ।
এর আগে সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ বদরুল আলম ও যুগ্ম আহবায়ক মো.মারুফ আহমদ ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এরপর একাটুনা ইউনিয়ন বিএনপির সম্মেলনে কোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে এ ইউনিয়নের সভাপতি পদে সালেকুর রহমান পতুল ও সাধারণ সম্পাদক পদে মো.মহসীন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
এসময় সভাপতি-সম্পাদককে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি সকলের মতামত নিয়ে শিগগিরই গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সম্মেলনের পর দোয়া ও ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির কাউন্সিলরবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।