• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘মোটর ফেস্টে’ ব্যাপক সাড়া

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘মোটর ফেস্টে’ ব্যাপক সাড়া

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সাড়ম্বর আয়োজনে ‘মোটর ফেস্ট’ সম্পন্ন হয়েছে। এই প্রথম দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন সম্পন্ন হলো। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে আয়োজিত এই মোটর ফেস্ট ব্যাপক সাড়া ফেলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজন করেন, তাদেরকে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, মোটর ফেস্টে অনেক ভিন্টেজ গাড়ির পাশাপাশি আধুনিক সময়ের গাড়িও অংশগ্রহণ করে। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের একটি গাড়িও ফেস্টে প্রদর্শন করা হয়। সবমিলিয়ে বিভিন্ন ধরনের ১৪৮টি গাড়ি ফেস্টে প্রদর্শিত হয়। মোটর ফেস্টে আগতরা ভিন্ন ধরনের এই আয়োজনে মুগ্ধ হন।

মোটর ফেস্ট পরিদর্শন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দও ফেস্ট উপভোগ করেন।

মোটর ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিন, অন্তর, রনি, আকিব, দিগন্ত, সাইফ, তানিম, আজহার, তুহেল, এমাদ, ইফাজ, শাকিল প্রমুখ।

এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিল জুপার মার্ট, পাওয়ার্ড বাই স্পন্সর এফসি হাট, কো-পাওয়ার্ড বাই স্পন্সর ফাহিম ইম্পোর্টস, স্পন্সর হিসেবে ছিল কেজে অটোস, মোটর ওয়ার্ল্ড, আলী অটোস, বাইক সল্যুশন, এমজে মোটরস, ডিজাইনোডেভ, মি. ব্লেন্ডার, চিত্রাচার, এমএনইক্স, নারায়ণ ইলেকট্রনিক্স, লুক্বমা, ক্রাফটি লুপ, হোটেল গ্র্যান্ড জাফরান, পরীর কথা বাই উমাইজা প্রভৃতি।

সংবাদটি শেয়ার করুন