• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে যুবলীগের সাবেক ইউনিয়ন সভাপতি সহ নেতাকর্মীদের বাড়ীতে পুলিশের অভিযান

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৫
গোলাপগঞ্জে যুবলীগের সাবেক ইউনিয়ন সভাপতি সহ নেতাকর্মীদের বাড়ীতে পুলিশের অভিযান

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। দেশ ব্যাপী আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ও গোলাপগঞ্জে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে বৃহস্পতিবার ১০ এপ্রিল দিবাগত রাতে উপজেলা আওয়ামীলীগসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে এ তল্লাশি চালানো হয়। পুলিশ সুত্রে জানাযায়, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মান্না আহমদসহ উপজেলার অনেক নেতাকর্মীর বাড়িতে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অভিযোগে অভিযুক্ত ও উপজেলা জুড়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে বৃহস্পতিবার ১০ এপ্রিল দিবাগত রাতে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিন মুসলিম পাড়া গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এর বাড়িতে হঠাৎ পুলিশ তল্লাশি চালায়। এসময় যুবলীগ নেতার বাড়ি তল্লাশি করে নেতাকে না পেয়ে উনার ব্যক্তিগত ফাইলের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় থানা পুলিশ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশ ব্যাপী আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি চলছে। ১২ এপ্রিল শনিবার আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল হবে, উক্ত পরিস্থিতিকে উপলক্ষ করে দেশের বাহির থেকে রসদ যোগান দেওয়া হচ্ছে এবং নাশকতা তৈরির জন্য মানুষকে সংঘবদ্ধ করা হচ্ছে এমর্মে আমাদের কাছে খবর আছে। তাই কর্মসূচি পালনে কোন প্রকার নাশকতা মূলক কিছু আছে কিনা দেখতে মোহাম্মদ নজরুল ইসলাম এর বাড়িসহ বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি করা হয়েছে।
এদিকে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এর বাড়িসহ অন্যান্য নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশির তিব্র নিন্দা জানিয়ে নিজের ফেসবুক একাউন্টে বিবৃতি দিয়েছেন আআত্মগোপনে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে অভিযুক্ত গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান লিখেন, এরকম পুলিশী হয়রানি অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন