• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর, লুটপাট

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর, লুটপাট

বিশ্বনাথ প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জের ধরে সিলেটের বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে উপজেলার কাউপুর গ্রামের ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলামের বাড়িতে। মাজহারুল ইসলাম (৩০) ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে ও বিশ^নাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।   স্থানীয় সূত্রে জানাগেছে, ২১ এপ্রিল বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামের বাড়িতে হামলা করেন স্থানীয় ছাত্রদল, যুবদলের নেতাকর্মিরা। এসময় ঘরবাড়ি ভাংচুর করে ও তালাবদ্ধ ঘরের দরজা ভেঙ্গে মালামাল লুটপাট করে তারা।  স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেছে, এর আগেও ৫ আগস্ট ছাত্র আন্দোলনে দেশে পটপরিবর্তনের পর গত ৯ আগস্ট ২০২৪ সে ও হামলা করে ছাত্রদল নেতারা দীর্ঘদিন থেকে ওই এলাকার মাজহারুল ইসলামের চাচা শশুরের সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে বিচার সালিশ ও থানায় মামলা ও চলমান রয়েছে।  জানা যায় যে মাজহারুল ইসলাম প্রবাসে থেকেও বিভিন্নভাবে প্রভাব কাটিয়ে আসছিলেন। এঘটনার জের ধরেই সোমবার বিকেলে আব্দূল খালিকের ছেলে ছাত্রদল নেতা মো. ফয়জুল ইসলামের নেতৃত্বে এ হামলা-ভাঙচুর হয়।   এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন