প্রতি বছরের এবারো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর এবং যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে সিলেট নগরীর চালিবন্দর পূজা মণ্ডপ, রাম কৃষ্ণ মিশন পূজা মণ্ডপ, উত্তর বাগবাড়ি পূজা মণ্ডপ, কালীবাড়ি পূজা
মণ্ডপ, ভাটি বাংলা পূজা মণ্ডপ, চৈতালী যুব সংঘের পূজা মণ্ডপ, নিম্বার্ক আশ্রমের পূজা মণ্ডপ সহ নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন যান তারা।
এসময় নেতৃবৃন্দ পূজা মণ্ডপের পুরোহিতের সাথে কুশল বিনিমিয় করেন এবং সরকারের স্বাস্থবিধি মেনে পূজা মণ্ডপ পরিদর্শন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর রফিক উদ্দিন, বীর
মুক্তিযোদ্ধা রজনী কান্ত, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ কপালী মিন্টু, বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগরের প্রতিনিধি নুর আহমদ কামাল, আব্দুল খালিক লাভলু, আছলম খান স্বপন, ছিফত আহমদ, সেলিম খান,
সাইফুল ইসলাম খান, সাইফুল ইসলাম, সুজন মিয়া, মো. রজব, যুব কমান্ড সিলেট জেলার সভাপতি জিল্লুর রহমান, উস্তার আলী নাদিম, সিলেট মহানগরের আহ্বায়ক
মানিক মিয়া, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান খান মামুন, সদস্য সচিব সালাহ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা যুব কমান্ড সভাপতি শাওন আহমদ প্রমুখ।
বিজ্ঞপ্তি