জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এই সভার আয়োজন করা হয়।
জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: সালাউদ্দিন বেলালের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন পরিষদের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শিব্বির আহমদ। পরে বৃহত্তর জৈন্তিয়ার প্রয়াত সকল গুনীজনদের শোক প্রস্তাব গৃহিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হাছান আহমদ, সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক এম রহিম, মোস্তাক চৌধুরী, বরুণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো: লুৎফুর রহমান, মো: জাকারিয়া, সাংঠনিক সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, বিশ^জিৎ দাস, শুয়াইবুর রহমান, মিসবাহউল করিম, আইসিটি সম্পাদক ভানু লাল দাস, কোষাধ্যক্ষ মো: সাজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন বাবুল, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান বেলাল, বন ও পরিবেশ সম্পাদক মো: সাচ্ছা মিয়া মোস্তাকিম, যুব বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মুসলিম উদ্দিন মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক মো: জগরুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল হক তোতা, সহ-সমাজসেবক সম্পাদক মো: নুরুউদ্দিন, উপ-প্রকাশনা সম্পাদক মারুফ আহমদ, সদস্য এডভোকেট মো: আজমল আলী, সাংবাদিক এম হান্নান, এডভোকেট মামুন রশিদ, এমদাদুল হক তুহিন, মো: নুরুল ইসলাম, মো: নজমুল ইসলাম, ফয়ছল আহমদ, মনি লাল দাস, মো: কামরুল আহমদ সেরগুল, সোহেল রানা, ফখরুল ইসলাম, ইলিয়াছি আলী সাজু প্রমুখ। সভায় বৃহত্তর জৈন্তিয়ার নায্য দাবী আদায়ের লক্ষ্যে ইতিপূর্বে প্রণিনত গ্যাস সংযুক্ত সহ ১০ দফা কর্মসূচী বাস্তবায়নে দৃঢ় অঙ্গিকার পূনঃব্যক্ত করা হয় এবং ৪টি উপজেলা সদরে শ্রীঘ্রই পৃথক পৃথক কর্মসূচীর গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয় ও নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ৮টি সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি