সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনে বসবাসরত নাগরিকবৃন্দের উপর ধার্য্যকৃত হোল্ডিং ট্যাক্স অযৌক্তিক ও অসহনীয় হারে বৃদ্ধি করায় জনসাধারণ সংক্ষুব্ধ ও বিক্ষুব্ধ, যার বহি:প্রকাশ ইতিমধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশনে বসবাসরত নাগরিকবৃন্দের উপর ধার্য্যকৃত অতিরিক্ত ও অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স স্থগিত করে তাহা বাস্তব সম্মত এবং পূর্বের হোল্ডিং ট্যাক্স এর সহিত সমন্বয় করে পুনঃনির্ধারন করার অনুরোধ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ১ম সহ সভাপতি ও আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাষ্ট্রের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল। মঙ্গলবার (৭ মে) বিকেলে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ লিখিত দাবি জানান। লিখিত আবেদনে তিনি বলেন, ইতিমধ্যে মাননীয় মেয়র আপনার গৃহিত হকার পুনর্বাসন সহ বিভিন্ন পদক্ষেপের কারণে আপনি সর্ব মহলে অত্যন্ত প্রশংসিত হয়েছেন। বর্তমান এই বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারন করে জনসাধারণকে অতিরিক্ত করের বোঝা থেকে মুক্তি দিয়ে জনসাধারণের ভালোবাসায় আবদ্ধ থাকবেন এটা আমরা প্রত্যাশা করি। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, জনগণের আশা আকাঙ্খার প্রতীক সিলেট সিটি কর্পোরেশন নাগরিক সুযোগ-সুবিধা বিবেচনা করেই হোল্ডিং ট্যাক্স সহ সব বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে আমার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি