• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাথরের নিচে ছিল ২০০ বস্তা ভারতীয় চিনি, আটক ২

Daily Jugabheri
প্রকাশিত জুন ১৫, ২০২৪
পাথরের নিচে ছিল ২০০ বস্তা ভারতীয় চিনি, আটক ২

সিলেটে-তামাবিল মহাসড়কে ট্রাকে করে পাথরের নিচে লুকিয়ে পাচারকালে ২০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এসময় দু’জনকে আটক করেছে এসএমপির শাহপরান (রহ.) থানা পুলিশ।

শুক্রবার (১৪ জুন) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট এলাকা থেকে চিনির এ চালান জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় আটককৃতরা হলেন রাজশাহীর বেলপুকুর থানার দুরুল হুদার ছেলে ও ট্রাক চালক মো. সালাউদ্দিন (২৮), একই জেলার বহরমপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ও হেলপার মো. মহাশিন (২৪)।

পুলিশ জানায়, হরিপুর থেকে উপরে পাথর দিয়ে ভেতরে ভারতীয় চিনি সিলেট শহরের দিকে আসছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে শাহপরান (রহ.) থানার সুরমা গেইট বাইপাস এলাকায় চেকপোস্ট পরিচালনা করে থানা পুলিশ। দুপুর সোয়া ১২টার দিকে একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ট্রাকটি জব্দ করা হয় ও ২ জনকে আটক করা হয়।

পরে গাড়ি তল্লাশি করে পাথরের নিচে থাকা ২০০ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৭৬ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন