• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নগরীর উপশহর থেকে লাশ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৬, ২০২০
নগরীর উপশহর থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : গতকাল ২৫ জুন বৃহস্পতিবার সিলেট নগরীর উপশহর থেকে ১ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাফিজ ইফজাল আহমদ। শাহপরান থানা পুলিশ গতকাল উপশহর বি ব্লকের ১৮/এ রোডের বাহার মঞ্জিলের সামনে থেকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ ইফজাল আহমদের সাথে বাহার উদ্দিনের রাজনৈতিক মতবিরোধ রয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে কিছুদিন পূর্বে কথা কাটাকাটি হয়। এসময় বাহার উদ্দিন প্রাণে হত্যার হুমকি প্রদান করেন হাফিজ ইফজাল আহমদকে। এরই ধারাবাহিকতায় এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন আবুল হোসেন। তিনি জানান, হাফিজ ইফজাল আহমদকে পরিকল্পিতভাবে খুন করে তার মৃতদেহ রাস্তায় ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে বাহার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাফিজ ইফজাল আহমদকে কে বা কারা খুন করেছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও এ ঘটনায় মামলা দায়ের হয়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন