• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তা সীমান্তে বিজিবির অভিযান, ৬৭টি ভারতীয় মহিষ আটক

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযান, ৬৭টি ভারতীয় মহিষ আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ৬৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে জেলার জৈন্তাপুর সীমান্তে চোরাচালানবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

 

জানা যায়, আভিযানিক টহল টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকা হতে ৬৭টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল টিমের খবর পেয়ে চোরাকারবারিরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন