দিরাই শাল্লা যুব কল্যাণ পরিষদের সংবর্ধনা
সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের গরীব অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা সাধারণ মানুষের পাশে সব সময় সামনের কাতারে দাঁড়িয়েছেন। বিভিন্ন দূর্যোগকালীন সময়ে প্রবাসে থেকেও দেশের মানুষের কথা ভেবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দেশের দদ্রিরতা দূর করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী যাদুঘরস্থ দিরাই শাল্লা যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় দুবাই প্রবাসী আহমেদ শিপনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দিরাই শাল্লা যুব কল্যাণ পরিষদের সভাপতি সুরঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট ওসমানী যাদুঘরের সহকারি কিপার মো. জিয়ারত হোসেন খান, সংবর্ধিত অতিথি দুবাই প্রবাসী সমাজসেবী আহমেদ শিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম. এ. মতিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ সেলু, সাংবাদিক খালেদ মিয়া, হাবিবুর রহমান, শাহেদ আহমদ, গোপাল চন্দ্র, এমদাদুল হক মিলাদ, অলক শর্মাম, আখলাক হোসেন, মামুন চৌধুরী, আব্দুল্লা আল মাসুদ মিটু, আমিনুর রশীদ, নুর জালাল, মোমেদ আহমদ, রিংকু দাস, রাতুল দাস, অমর ফারুক, মো. রাব্বী, মো. সুমন আহমদ প্রমুখ। সংবর্ধিত অতিথি প্রবাসী শিপন আহমদকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি