সন্দীপন তালুকদার সুজন, স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা শুরু হতে প্রতিমা বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আসন্ন দূর্গাপূজার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রস্ততিমুলক সভায় বক্তব্য রাখেন- ভেটেনারী সার্জন ডা: সজীব হাওলাদার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি তরুণ কান্তি দাশ, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, মাহমুদনগর উকিল বাড়ি দূর্গাপূজা কমিটির সভাপতি সুবোধ দাশ, ডুমরা রামকৃষ্ণ মন্দিরের দূর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক হিরণ্ময় চৌধুরী, শাল্লা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, সাংবাদিক আমীর হোসেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম প্রমুখ। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এবং সার্বিক নিরাপত্তায় সেচ্ছাসেবক টিমের সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা। সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজায় ৫০০ কেজি চালের বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডবে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা রাখতে হবে। নামাজ ও আজানের সময় পূজার সাউন্ড সিস্টেম বন্ধ রাখার জন্য আহ্বান করা হয়েছে। সব ধর্মের মধ্যে পারস্পরিক সম্পর্কে সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করা হয়েছে। মাদকদ্রব্য ব্যবহারে সতর্ক থেকে পূজায় অন্য যে কোন প্রকার সমস্যা বা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকবে। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার সকল দূর্গাপূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী।