• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কারাগারে চলছে সাবেক এমপি মান্নানের চিকিৎসা

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪
কারাগারে চলছে সাবেক এমপি মান্নানের চিকিৎসা

সুনামগঞ্জ কারাগারে থাকা অবস্থায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মানসিকভাবে ভেঙে পড়ের। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ কারাগার থেকে এম এ মান্নানকে

সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের চিকিৎসকরা তাঁকে দেখছেন। জানা গেছে সাবেক পরিকল্পনামন্ত্রীর শারীরিক অবস্থা আগের থেকে ভালো আছে।

এর আগে শনিবার এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম ও মেডিসিন বিভাগের পরামর্শক মাহমুদুর রহমান রকি সাবেক এ মন্ত্রীকে সিলেটে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

এ সময় চিকিৎসকরা জানান, তিনি শ্বাসকষ্টের রোগ ছাড়াও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলছিলেন, ‘দেশে আর এলাকার মানুষের জন্য এত কিছু করলাম, আজকে আমার এই অবস্থা। আমি যদি চোর হতাম, তাইলে তো পালাতাম।’

এ বিষয়ে

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায়  বলেন- সাবেক এই মন্ত্রীর চিকিৎসা কারাগার হাসপাতালে বিশেষজ্ঞ দুজন চিকিৎসকের অধীনে চলছে। আগে থেকে তাঁর শারীরিক কন্ডিশন ভালো। তবে বার্ধক্যজনিত কারণে অনেক রোগে পেয়ে গেছে। প্রয়োজন দেখা দিলেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে। এর জন্য সকল প্রস্তুতি রয়েছে আমাদের।

এ ম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন